১ ফেব্রুয়ারি থেকে ছয়টি সেবা শুধুই অনলাইনে দেবে বিডা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি থেকে ছয়টি বিনিয়োগ সেবা শুধু অনলাইনে প্রদান করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিনিয়োগকারীদের আরো সহজে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি ২০২০ থেকে শুধু অনলাইনে আবেদনের মাধ্যমে ব্র্যাঞ্চ বা লিয়াজোঁ বা রিপ্রেজেন্টেটিভ অফিস স্থাপনের অনুমতি (নতুন); অফিস স্থাপনের অনুমতি (মেয়াদ বর্ধিতকরণ); ভিসা সুপারিশ (নতুন); ভিসা অন অ্যারাইভাল (নতুন); কর্মানুমতি (নতুন); কর্মানুমতি (মেয়াদ বর্ধিতকরণ) শীর্ষক ছয়টি বিনিয়োগ সেবা গ্রহণ প্রদান করবে বিডা। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

ছয়টি সেবা এতদিন -সার্ভিস সিস্টেম এবং ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে দেয়া হতো। এক্ষেত্রে ৩১ জানুয়ারি পর্যন্ত উল্লেখিত সেবাসমূহের ক্ষেত্রে গ্রহণকৃত সব আবেদন নিষ্পত্তি শেষে -সার্ভিস সিস্টেম বন্ধ করা হবে এবং আগামী ফেব্রুয়ারি থেকে -সার্ভিসের মাধ্যমে প্রদানকৃত উল্লেখিত ছয় সেবার ক্ষেত্রে আবেদন শুধু অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন