দক্ষ ও অভিজ্ঞ প্রকল্প পরিচালকের স্বীকৃতি পেলেন শরীফ উদ্দিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দিনকে দক্ষ ও অভিজ্ঞ প্রকল্প পরিচালকের স্বীকৃতি প্রদান করা হয়েছে।ডিএনসিসির গুলশান, বনানী ও বারিধারা কূটনৈতিক এলাকার সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের দৃষ্টিনন্দন ও সফল সমাপ্তির জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। গত বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে শরীফ উদ্দিনকে প্রশংসাপত্র প্রদান করেন।

২১৯ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে ডিএনসিসির এ প্রকল্পের কাজ ২০১৫ সালের ১ মার্চ শুরু হয়ে ২০১৮ সালের ৩০ জুন শেষ হয়। শরীফ উদ্দিনকে প্রশংসাপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তী, যুগ্ম প্রধান আবু মো. মহিউদ্দিন কাদেরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্র বড়ুয়া।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন