মিথ্যা ঘোষণায় আমদানি

যশোরে জব্দ রাসায়নিক পাঠানো হচ্ছে ল্যাবে

বণিক বার্তা প্রতিনিধি যশোর

মিথ্যা ঘোষণায় আনা ১২ হাজার ৫০ কেজি ওষুধ তৈরির রাসায়নিক পাউডার পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠাচ্ছে কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর গত ১৪ নভেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাকভর্তি এসব পাউডার জব্দ করে

যশোর ৪৯ বিজিবির হাবিলদার মো. আবদুল মতিন জানান, গত ১৪ নভেম্বর আমরা ট্রাকভর্তি ওষুধ তৈরির এসব পাউডার জব্দ করি কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, ঢাকার আমদানিকারক আরিফ ২০ হাজার কেজি কোয়ার্টজ আমদানির কথা বলে ১২ হাজার ৫০ কেজি ওষুধ তৈরির এসব পাউডার এনেছেন বেনাপোলের সানি ইন্টারন্যাশনাল পণ্য খালাস করেছিল চালানটি জব্দ করে আমরা কাস্টমের গোডাউনে জমা দিয়েছি ১৬ নভেম্বর

চালানটি খালাসকারী সিঅ্যান্ডএফ এজেন্ট জাহাঙ্গীর আলম জানান, আমদানিকারক কী কারণে পণ্য কম এনেছেন বা অন্য পণ্য এনেছেন, তা আমার জানা নেই

কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর অফিসের কমিশনার মো. জাকির হোসেন জানান, আগামী সপ্তাহে আমরা বিষয়টি নিয়ে উভয় পক্ষকে নিয়ে শুনানি করব এরপর এসব পাউডার পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হবে

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন