শিশিরে সমস্যা দেখেন কোহলি

ক্রীড়া প্রতিবেদক

 কয়েক দিনের উত্তেজনার পর দিবা-রাত্রির গোলাপি বলের টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই বলের আচরণ, উইকেটের আচরণ কিংবা শিশিরের আচরণ সবকিছু নিয়েই চলছে নানা বিচার-বিশ্লেষণ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও আলাদা নন কিছু বিষয়ে শঙ্কা আছে তার মাঝেও তার মতে দিবা-রাত্রির টেস্টে বড় ফ্যাক্টর হতে পারে শিশির এই একটি জায়গাতেই ভারতে বাইরের দেশে গোলাপি বলে খেলায় বড় পার্থক্য দেখছেন তিনি পাশাপাশি গোলাপি বল টেস্ট ক্রিকেটে উত্তেজনা ফিরিয়ে আনলেও এটাকেই একমাত্র উপায় ভাবতে নারাজ ভারতীয় অধিনায়ক

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোহলি বলেন, শেষ সেশনের দিকে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠবে শিশির ওই সময় আমাদের খেলতে হবে এবং সম্ভাব্য সেরা উপায়ে আমাদের এটাকে মানিয়ে নিতে হবে ভারতের বাইরে দিবা-রাত্রির টেস্টে এটাই বড় পার্থক্য এর বাইরে আমার মনে হয় না আর কোনো বড় পার্থক্য আছে সময় যথাযথভাবে সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন

এদিকে গোলাপি জ্বরে এখন কাঁপছে কলকাতা দর্শকের উত্তেজনাও বেশ তুঙ্গে এমন দৃশ্যে রোমাঞ্চিত বোধ করছেন কোহলিও যে কারণে ম্যাচের সঙ্গে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটিকেও তুলনায় এনেছেন তিনি, শেষবার রকম উত্তেজনা দেখছি টি২০-তে ভারত-পাকিস্তান ম্যাচে অনেক বড় বড় তারকা এখানে এসেছিলেন সে সময় মাঠও কানায় কানায় পূর্ণ হয়ে ছিল এবারো একই ধরনের পরিবেশ দেখা যাচ্ছে

অবশ্য এত আয়োজনের পরও দিবা-রাত্রির টেস্ট নিয়মিত দেখতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি, আমার মনে হয়, এটা টেস্ট ক্রিকেটের একমাত্র চিত্র হওয়া উচিত নয় তেমনটা হলে সকালের সেশনে যে স্নায়ুচাপ থাকে, সেটা হারিয়ে যাবে আপনি টেস্ট ক্রিকেটে রোমাঞ্চ নিয়ে আসতে পারেন, কিন্তু এটাকে কেবলই বিনোদননির্ভর করে তুলতে পারেন না

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন