ওয়েস্টার্ন মেরিনের এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তা পরিবর্তন করে আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় এজিএমের নতুন তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এজিএমের স্থানসহ অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয়ে পর্যালোচনার জন্য প্রথমে ২৩ নভেম্বর এজিএম আহ্বান করা হয়েছিল। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩ নভেম্বর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭১ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৩ টাকা ২ পয়সা।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ওয়েস্টার্ন মেরিন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন