সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু

বণিক বার্তা ডেস্ক

গতকাল সারা দেশে একযোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বর্ণাঢ্য এসব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ লক্ষ করা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর

রংপুর: গতকাল সকালে জেলা পরিষদ কমিউনিটি মিলনায়তনে কর অঞ্চল রংপুর আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মিজ্ আরিফা শাহানা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মনজুর আহমেদ আজাদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম মিলন ও ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন রংপুর সভাপতি মাসুম খান।

খুলনা: বিভাগীয় শহর খুলনায় গতকাল সাত দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ মেলা চলছে। মেলার প্রথম দিন পৌনে ২ কোটি টাকা আদায় হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

এর আগে সকালে খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) . আব্দুল মান্নান শিকদার, খুলনা রেঞ্জের ডিআইজি ড. . মহিদ উদ্দিন প্রমুখ।

বরিশাল: বরিশালে সপ্তাহব্যাপী আয়কর মেলার শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় নগরীর বরিশাল ক্লাবে ফেস্টুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল অঞ্চলের কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র সাদিক আব্দুল্লাহ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন