শহীদের স্মরণে নিশি জাগরণ হংকং বিক্ষোভকারীদের

বণিক বার্তা ডেস্ক

 একতলার ছাদ থেকে পড়ে যাওয়া শাউ তেয়াজলক নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুতে নতুন করে জ্বলে উঠছে হংকং বিক্ষোভ শহীদের স্মরণে গতকাল কয়েক হাজার বিক্ষোভকারী নিশি জাগরণে অংশ নেন খবর রয়টার্স

গতকাল তামারা পার্কের নিকট কেন্দ্রীয় সরকারি ভবনের আশপাশে জড়ো হয় কয়েক হাজার বিক্ষোভকারী একটি বহিঃসমর্পণ বিলকে কেন্দ্র করে জুনে শুরু হওয়া বিক্ষোভের এটিই প্রথম নিহতের ঘটনা তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি

বিক্ষোভকারীরা পতাকা হাতে স্তবগান গাইতে গাইতে এগিয়ে যায় অনেককে প্রতিশোধ প্রতিশোধ বলে চিত্কার করতে দেখা গেছে গত সোমবার গুরুতর আহত অবস্থায় একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় পাওয়া তেয়াজলককে হাসপাতালে ভর্তি করা হয় গত পরশু তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হংকং হাসপাতাল কর্তৃপক্ষ

এদিকে বিক্ষোভে অংশ নেয়া ২৬ বছর বয়সী টম বলেন, শুধু শোক পালন করতে আজ রাতে আমরা এখানে জড়ো হইনি আমরা সরকার, চীনা কমিউনিস্ট পার্টি বিশ্ববাসীকে আমাদের অবস্থান  জানান দিতে চাই গত ছয় মাসে এখানে যা ঘটেছে, তা আমরা ভুলে যাইনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন