বেসিসের আইসিটি অ্যাওয়ার্ড পেল লংকাবাংলার পোর্টাল

লংকাবাংলা ফিন্যান্সিয়াল পোর্টাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯  গ্রাহক সমাধান ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইপিডিসির সিইও মমিনুল ইসলাম, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফাত রেজা, লংকাবাংলা ইনফরমেশনস সিস্টেম লিমিটেডের প্রধান নির্বাহী মো. মইনুল ইসলাম ও প্রকল্পের টিম লিডার লংকাবাংলা ইনফরমেশনসের মো. সুলতান--আলম খান। লংকাবাংলা ফিন্যান্সিয়াল পোর্টাল একটি সমন্বিত আর্থিক পোর্টাল, যা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট, পণ্যবাজার এবং অর্থনৈতিক সূচক, মানি মার্কেট সম্পর্কে আরো ভালো ধারণা পেতে সহায়তা করে। এ বছর ৩৫টি বিভিন্ন বিভাগে ১ হাজার ১৭৫টিরও বেশি প্রকল্প জমা দেয়া হয়েছে, যার মধ্যে ৬৯টি পুরস্কার পেয়েছে।  —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন