বিকৃত মানসিকতার ব্যবসায়ীরাই কৃত্রিম সংকট তৈরি করেন —চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

সত্যিকারের ব্যবসায়ীরা সবসময়ই যৌক্তিক মুনাফার চেষ্টা করেন। আর অসাধু ব্যবসায়ীরাই কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে সুযোগের অপেক্ষায় থাকেন। এ ধরনের ব্যবসায়ীরা বিকৃত মানসিকতার মানুষ। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসূচির আয়োজক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোলট্র্রি ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রকিবুর রহমান টুটুল, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন