ডিসিসিআইতে ভ্যাট ও সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট-বিষয়ক কর্মশালা

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ও সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট ২০১২-বিষয়ক কর্মশালা গতকাল ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা চেম্বারের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আসা প্রায় ২০০ জন প্রতিনিধি দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় যোগদান করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক বিধি ও আইন শাখার দ্বিতীয় সচিব মো. তারেক হাসান, ঢাকা চেম্বারের আহ্বায়ক এম শফিকুল আলম ও ডিসিসিআইয়ের ট্যাক্স কনসালট্যান্ট স্নেহাশীষ বড়ুয়া নতুন ভ্যাট আইনের বিভিন্ন দিক সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রশিক্ষণার্থীদের ভ্যাট আইন বিষয়ে সম্যক ধারণা দেন।

এ ওয়ার্কশপে ঢাকা চেম্বারের সভাপতি ওসামা তাসীর, জ্যেষ্ঠ সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহসভাপতি ইমরান আহমেদ, পরিচালক দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, শামস মাহমুদ, খ রাশেদুল আহসান, প্রাক্তন জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম, প্রাক্তন সহসভাপতি এম আবু হোরায়রাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর প্রশিক্ষণার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ঢাকা চেম্বারের সদস্যদের পাশাপাশি দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাঝে ভ্যাট আইনের নানা দিক সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ডিসিসিআই এ ধরনের কর্মশালার আয়োজন করেছে।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন