মুন্নু সিরামিকের ঋণমান ‘এ থ্রি’ ও ‘এসটি থ্রি’

নিজস্ব প্রতিবেদক

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ থ্রি’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ২০১৮ হিসাব বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ডব্লিউএএসও।          

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৪৫ পয়সা, যা ২০১৭ সালের জুলাই থেকে গত বছরের মার্চ পর্যন্ত ছিল ২ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ৮ টাকা ১৩ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি, আগের বছরের একই সময়ে যা ছিল মাত্র ১ টাকা ৬৯ পয়সা।

মুন্নু সিরামিক ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। সমাপ্ত হিসাব বছরে এর ইপিএস হয়েছে ২ টাকা ১১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৯১ টাকা ৪৬ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন