কঙ্গো : শনাক্তের বাইরে অর্ধেকের বেশি ইবোলা রোগী

বণিক বার্তা ডেস্ক

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অর্ধেকেরও বেশি ইবোলা রোগী অশনাক্ত থেকে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সরকারি সূত্র। খবর বিবিসি।

চলমান ইবোলা প্রকোপ আগামী তিন বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ইবোলা কর্মকাণ্ড-সংশ্লিষ্ট কর্মকর্তা জঁ জ্যাক মুয়েম্বে। রুয়ান্ডা সীমান্তের কাছে গোমা শহরে ইবোলা আক্রান্ত হয়ে চলতি সপ্তাহে মৃত্যু বরণকারীর ১০ সন্তান রয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। এ শহরে আরো অনেক মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইবোলা আক্রান্ত হয়ে গত বছর দেশটিতে ১ হাজার ৮০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইবোলা প্রাদুর্ভাবে এরই মধ্যে দেশটিতে ২ হাজার ৭০০ মানুষ সংক্রমিত হয়েছে। এদিকে অঞ্চলটি সংঘর্ষপ্রবণ হওয়ায় ইবোলা প্রতিরোধ গড়ে তোলা জটিল হয়ে দাঁড়িয়েছে। ইবোলা ছড়িয়ে পড়ার ভয়ে চলতি সপ্তাহের শুরুর দিকে রুয়ান্ডা কঙ্গো সীমান্ত বন্ধ করে দিয়েছে।

অর্ধেকের মতো ইবোলা রোগী এখনো অশনাক্ত থেকে যাওয়ায় ইবোলা প্রকোপ ঠেকাতে আরো বেশি কার্যক্রম প্রয়োজন বলে জানিয়েছেন মুয়েম্বে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন