লেবানন থেকে বাংলাদেশীদের ফেরানোর চেষ্টা করছে সরকার

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা

ইসরায়েলি হামলার মধ্যে লেবানন থেকে প্রবাসী বাংলাদেশীদের ফেরানোর বিষয়ে কাজ করার কথা জানিয়েছে সরকার, তবে কোন প্রক্রিয়ায় তাদের উদ্ধার করা হবে তা এখনো ঠিক হয়নি। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আনোয়ার হোসেন গতকাল এক সংবাদমাধ্যমকে বলেন, ‘যেসব বাংলাদেশী ফিরতে চায়, তাদের দেশে পাঠানো হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্বিক পরিস্থিতি জানিয়েছি এবং জানাচ্ছি প্রতিনিয়ত। তবে কীভাবে পাঠানো হবে, সেটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’

যুদ্ধাবস্থার মধ্যে প্রবাসীদের উদ্ধারে সাধারণত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতা নেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেন এই কর্মকর্তা।

আনোয়ার বলেন, ‘‌লেবাননে আনুমানিক এক লাখ প্রবাসী বাংলাদেশী থাকেন। লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতে যেসব এলাকায় হামলা হচ্ছে, সেখান থেকে আড়াই হাজার জনকে অন্যত্র সরানো হয়েছে। বৈরুত থেকে লেবাননের জাতীয় বিমান সংস্থা মিডল ইস্ট এয়ারলাইনস (এমইএ) ছাড়া অন্য বাণিজ্যিক ফ্লাইট চালু না থাকায় ফেরানোর প্রক্রিয়া জটিল হওয়ার কথা বলেন তিনি। অন্যদিকে, কতজন বাংলাদেশী দেশে ফিরতে চান, সে সংখ্যা এখনো নির্ধারিত হয়নি। ফেরানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর নিবন্ধনের কাজ করবে দূতাবাস।’

তিনি বলেন, ‘‌যুদ্ধ পরিস্থিতির কারণে চার্টার্ড ফ্লাইটের চিন্তা করার পাশাপাশি তুরস্ক থেকে জাহাজযোগে ফেরানোর বিষয়টি বিকল্প হিসেবে ভাবছে আইওএম। লেবাননে ইসরায়েলি হামলার পর থেকে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশী বিভিন্ন জায়গায় আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়ে “‍শঙ্কামুক্ত” বলে জানান দূতাবাসের প্রথম সচিব।’

প্রবাসীদের সহায়তা নিয়ে বিভিন্ন জায়গায় দূতাবাসের উদ্যোগে কয়েকশ বাংলাদেশীর জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। জরুরি প্রয়োজনে হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন