নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারাল প্রোটিয়া নারীরা

ক্রীড়া ডেস্ক

ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা

বাংলাদেশ ও পাকিস্তানের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেল দক্ষিণ আফ্রিকা। আজ শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় প্রোটিয়া নারীরা।

 

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৮ রানের সাদামাটা স্কোর গড়ে ক্যারিবীয় নারীরা। স্টেফানি টেইলর সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন। অবসর ভেঙে দুই বছরে পর জাতীয় দলে ফেরা ডেন্ড্রা ডট্টিন করেন ১৩ রান। ২৪ বছর বয়সী স্পিনার ননকুলুলেকো এমবালা ২৯ রানে নেন ৪টি উইকেট। এছাড়া পেসার মারিয়ানে ক্যাপ নেন ১৪ রানে দুটি উইকেট।

 

এই রান দিয়ে প্রোটিয়াদের কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। অধিনায়ক লরা উলভার্ট ৫৫ বলে ৫৯ ও তাজমিন ব্রিটস ৫২ বলে ৫৭ রানের হার না মানা ইনিংস খেলে ১৭.৫ ওভারেই জয় জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে।

 

আজ রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শনিবার ‘বি’ গ্রুপ ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সোমবার প্রোটিয়াদের পরের প্রতিপক্ষও ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ রোববার খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

 

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন