দেশের পুঁজিবাজারে আজ বুধবার (২ অক্টোবর) বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। বেলা ১২টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টার লেনদেনে ১০০ পয়েন্টের বেশি কমেছে সূচক।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১০৫ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ৫ হাজার ৪৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় ডিএসইএস সূচক ২ দশমিক ২৪ শতাংশ ও ডিএস ৩০ সূচক ১ দশমিক ৯৩ শতাংশ পয়েন্ট হারিয়েছে। এখন পযর্ন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৩৩২টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির বাজারদর। প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে ১৯৬ কোটি টাকার লেনদেন হয়েছে।