মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র থেকে আগস্টে দক্ষিণ কোরিয়ার আমদানি হয়েছে দ্বিগুণ

বণিক বার্তা ডেস্ক

ডব্লিউটিআইয়ের দাম গতকাল ৯৩ সেন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে ছবি: রয়টার্স

ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাস অঞ্চলের ইরান সমর্থিত বিভিন্ন বাহিনীর ওপর আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সরবরাহ বিঘ্নিত হওয়ার আশংকায় গতকাল টানা দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স, এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম নভেম্বরের সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় ডলার ১২ সেন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৩ ডলার ১০ সেন্টে। গতকাল ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় ডলার শূন্য সেন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭২ ডলার ৫৮ সেন্টে।

অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ৯৩ সেন্ট বা দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৯ ডলার ১১ সেন্টে।

ফিলিপ নোভার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট প্রিয়াঙ্কা সচদেভা বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী বাড়তি সরবরাহ জ্বালানি তেলের বাজার ব্যবস্থার জন্য একটি মূল উদ্বেগের বিষয়। তবে বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত মূল উত্তোলনকারী এলাকা থেকে সরবরাহকে প্রভাবিত করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি দ্বিগুণ বেড়েছে। আগস্টে দেশটি থেকে দক্ষিণ কোরিয়া প্রায় কোটি ৬০ লাখ টন জ্বালানি তেল আমদানি করেছে। গতকাল দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অয়েল করপোরেশনের প্রকাশিত ডাটা থেকে তথ্য জানা গেছে।

ন্যাশনাল অয়েল করপোরেশন জানায়, দক্ষিণ কোরিয়ার প্রধান জ্বালানি তেল পরিশোধনকারী কোম্পানি পেট্রোকেমিক্যাল নির্মাতা কোম্পানিগুলো আগস্টে যুক্তরাষ্ট্র থেকে কোটি ৫৮ লাখ ৮০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯১ দশমিক শতাংশ বেশি।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ভূরাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও পারস্য উপসাগর দিয়ে দক্ষিণ কোরিয়ায় জ্বালানি তেল সরবরাহ অব্যাহত ছিল।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ দক্ষিণ কোরিয়া। ন্যাশনাল অয়েল করপোরেশন আরো জানায়, চলতি বছরের প্রথম আট মাসে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র থেকে ১২ কোটি লাখ ৮৯ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন