নেপথ্যের গল্প জানালেন তুফান সিনেমার অভিনেতারা

ফিচার প্রতিবেদক

তুফান নিয়ে কথা বলছেন চঞ্চল চৌধুরী। শুনছেন মিমি চক্রবর্তী, শাকিব খান ও নাবিলা ছবি: চরকি

ওটিটিতে নতুন করে এসেছে ‘তুফান’। ১৯ সেপ্টেম্বর একযোগে হইচই ও চরকিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর প্রমোশন ও প্রচারের মধ্য দিয়ে এসেছে নেপথ্যের কিছু কথা। এসব নিয়ে কথা বলেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী। সেখান থেকেই জানা যায়, শুটিং সেটে হঠাৎ করেই সংলাপ ইম্প্রোভাইজ করতেন রায়হান রাফী। সেভাবেই তৈরি হয়েছিল চঞ্চলের বিখ্যাত, ‘তুফান, খুব ভয় পাইছি রে’ সংলাপটি।

এ নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘এ সংলাপটা আগে কোথাও লেখা ছিল না। শুটিংয়ের সময় ইনস্ট্যান্ট রাফী আমাকে বলল, ‘চঞ্চল ভাই ডায়ালগটা আমার লাগবে।’ সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব ভাইরাল হয়। এখনো অনেকের মুখে মুখে ঘুরছে। নাবিলা বলেন, ‘স্ক্রিপ্টের ওই স্পন্টিনিউয়াস পরিবর্তনের কারণেই আমাদের অভিনয়টাও স্পন্টিনিউয়াস হয়েছে, রিয়ালিস্টিক লেগেছে।’

তুফানের মধ্য দিয়ে অনেক দিন পর অভিনয়ে ফিরেছেন নাবিলা। শুটিং সেটে তিনি নার্ভাস থাকতেন কিনা এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তুফানে আমি যাদের সঙ্গে কাজ করেছি, কর্মক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। তাই আমি বেশি নার্ভাস ছিলাম।’

কিন্তু এ নার্ভাসনেস খুব বেশিক্ষণ ছিল না। সহজেই কাটিয়ে নিয়েছিলেন আর এতে সাহায্য করেছিল পুরো টিম। নাবিলা বলেন, ‘এর আগে চঞ্চল ভাইয়ের (চঞ্চল চৌধুরী) সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে, তাই তার সঙ্গে নার্ভাসনেসটা কম ছিল। তবে শাকিব খানের সঙ্গে প্রথম দিন কাজ করতে গিয়ে খুব নার্ভাস ছিলাম। মিমির (মিমি চক্রবর্তী) সঙ্গে প্রথম শটের দিন আমি দূর থেকে তাকে দেখছিলাম। প্রথম দেখাতেই তিনি আমাকে হাত নেড়ে সম্বোধন করেন। সেটা আমার কাছে ওয়েলকামিং ছিল এবং নার্ভাসনেস কমিয়ে দিয়েছিল।’

তুফানে সহশিল্পীদের মধ্যে কে আপনার পছন্দের এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘আমি আমার সব সিনেমায়ই খুব অনেস্ট। যখন যে সিনেমা করেছি, সে সিনেমার হিরোইন আমার প্রিয় সহশিল্পী।’ 

নিজের কথা না বললেও শাকিব-চঞ্চলের রসায়ন নিয়ে কথা বলেছেন নাবিলা। তিনি বলেন, ‘তুফানে পছন্দের সহশিল্পীর নাম বলা আমাদের জন্য কঠিন হলেও শাকিব খানের ব্যাপারে বলতে পারি। তার প্রিয় সহশিল্পী চঞ্চল চৌধুরী। অফস্ক্রিনে তারা সারাক্ষণই ব্রাদারহুড মুডে ছিলেন।’

সিনেমাটির সফলতার পেছনে রায়হান রাফীকেই সবাই কৃতিত্ব দেন। তার সঙ্গে শাকিব, চঞ্চল, নাবিলা, মিমি এ চার জনেরই প্রথম কাজ। চঞ্চল জানান, শুটিং সেটে সংলাপে অনেক পরিবর্তন এসেছে। শাকিব যোগ করেন, ‘রাফী তুফানকে কমার্শিয়াল ও ক্লাসিক্যাল ঢঙের বানাতে চেয়েছে। অনেক পরেও যদি সিনেমাটি কেউ দেখেন, তাহলে তার এটাই মনে হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন