বন্যা দুর্গতদের জন্য ২০ কোটি টাকার ত্রাণ সংগ্রহ করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ছবি— বণিক বার্তা।

দেশের পূর্বাঞ্চলে জেলাগুলোতে দুর্গত মানুষের জন্য নগদসহ ২০ কোটিরও বেশি টাকার ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছে বিএনপি। এসব অর্থ দুর্গত মানুষের মধ্যে ত্রাণ হিসেবে বিতরণের পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করবে বলে জানিয়েছে দলটি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত বিএনপি এবং বিএনপি পরিবার প্রায় ২০ কোটি টাকারও বেশি নগদ আর্থিক এবং ত্রাণ সংগ্রহ করেছে। আমাদের প্রাথমিক কার্য্ক্রম ছিল বন্যার্ত মানুষকে উদ্ধার করা এবং তার পরে তাদের খাবার সরবরাহ করা। দলের জেলা, উপজেলা পর্যায়ের অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এটা করেছেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন