চেন্নাই পৌঁছেছে ক্রিকেট দল

শান্ত বলে গেলেন, ভারতে কাজটা চ্যালেঞ্জিং হবে

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। আজ রোববার বেলা ১টা ০৫ মিনিটে রওনা হয়ে বিকাল নাগাদ পৌঁছে গেছে প্রথম টেস্টের ভেনু শহর চেন্নাইয়ে।

 

ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে কথা বলেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই টেস্টের সিরিজে বাংলাদেশের স্পিনাররা পার্থক্য গড়ে দিতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘শুধু স্পিনারদের যে দায়িত্ব, তা নয়। ব্যবধান তখনই গড়া সম্ভব হবে, যখন দল হিসেবে খেলব। ব্যাটসম্যান ও পেস বোলারদেরও সমান দায়িত্ব আছে। পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ, দল হিসেবে খেলতে পারলেই ভালো ক্রিকেট খেলব।’

 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও এবার ভারতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন বরে জানালেন শান্ত। তার কথায়, ‘এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আছে, এমনকি পুরো দেশের মানুষের মধ্যেই আছে। আমাদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব, তবে চ্যালেঞ্জিং।’

 

অভিজ্ঞতার বিচারে ভারতীয় পেসাররা যে এগিয়ে, সেটা মানছেন নাজমুল হোসেন। তিনি বলেন, ‘প্রতিপক্ষ দল কী চিন্তা করছে, সেটা আমি বলতে পারব না। তবে আমাদের স্পিন ও পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। তবে ওই দলের সঙ্গে তুলনা করলে অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা কিছুটা পিছিয়ে। এতটুকু বলতে পারি পেসার, স্পিনাররা যারাই খেলবে, প্রত্যেক খেলোয়াড় শতভাগ দেবে।’

 

পাঁচদিন ভালো ক্রিকেট খেলার আশা নাজমুলের। তিনি বলেন, ‘এটা একটা সুযোগ। প্রত্যেকে ম্যাচ জেতার জন্য খেলব। সুযোগ থাকবে জেতার। কিন্তু যেটা বললাম, আগে এত লম্বা চিন্তা না করে শক্তি অনুযায়ী যেন ভালো ক্রিকেট খেলতে পারি পাঁচ দিন। এটা গুরুত্বপূর্ণ।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন