সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেল ইউসিবিআইএল

ছবি : বণিক বার্তা

আর্থিক খাতে অসাধারণ নেতৃত্বের জন্য ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৪ এবং ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ড ২০২৪-এ বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংকের স্বীকৃতি পেয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। প্রতিষ্ঠার মাত্র চার বছরে টানা দ্বিতীয়বারের মতো এ সম্মান অর্জন করল প্রতিষ্ঠানটি।

এর আগে ২০২৩ সালেও ইউরোমানি ও ফাইন্যান্স এশিয়া কর্তৃক বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেয়েছিল ইউসিবিআইএল।

ইউসিবিআইএলে বিনিয়োগ ব্যাংকিং সেবার সবগুলো দিকই ব্যাপকভাবে সমাদৃত; এর মধ্যে রয়েছে ফিক্সড ইনকাম সিকিউরিটিজের মাধ্যমে অর্থায়ন, সিন্ডিকেশন, ইস্যু ম্যানেজমেন্ট, অধিগ্রহণ ও একীভূতকরণ, পোর্টফোলিও ম্যানেজমেন্টে এবং করপোরেট পরামর্শ সেবা। পাশাপাশি প্রতিষ্ঠানটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক সমাধান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি অংশীদার হতেও প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি বিয়ন্ড সার্ভিস ধারণায় উজ্জীবিত হয়ে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১২ হাজার কোটি টাকা সংগ্রহ ও ৫৩টি ডিল সম্পন্ন করেছে, যা দেশের আর কোনো বিনিয়োগ ব্যাংক করতে পারেনি। 

ইউসিবিআইএলের ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহির বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে আমাদের প্রতি গ্রাহকের আস্থা ও সমর্থনের প্রতিফলন ঘটেছে। ফলে আমাদের ওপর আরো বড় দায়িত্ব অর্পিত হলো।’

ইউসিবিআইএলের সিইও ও এমডি তানজিম আলমগীর বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি অর্জন বিনিয়োগ ব্যাংক খাতে শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। এ স্বীকৃতি আমাদের কর্মীদের আরো নিষ্ঠাবান ও কঠোর পরিশ্রমী হতে উদ্বুদ্ধ করবে।’

ইউসিবিআইএল ২০২১-২৩ সাল পর্যন্ত এশিয়ামনি ও অ্যাসেট ট্রিপল ‘এ’-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নানা পুরস্কার অর্জন করেছে। ২০২১ সালে প্রতিষ্ঠার পর বিএসইসি কর্তৃক অসাধারণ পারফরম্যান্সের জন্য মার্চেন্ট ব্যাংক বিভাগে প্রথম স্থান অধিকার করে ইউসিবিআইএল। এ স্বীকৃতি দেশের আর্থিক খাতে প্রবৃদ্ধি ও উৎকর্ষ অর্জনে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন