প্রথমবার ইনিংসে ১০ উইকেট নিলেন বাংলাদেশের পেস বোলাররা

ক্রীড়া ডেস্ক

হাসান মাহমুদ ক্যারিয়ারে প্রথমবার নেন ৫ উইকেট। ছবি: এপি

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ সোমবার চতুর্থ দিন পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। এই ইনিংসে স্বাগতিকদের ১০ উইকেটের সবই তুলে নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। টেস্টে নিজেদের ২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ইনিংসে ১০ উইকেটই শিকার করলেন পেস বোলাররা।

 

বাংলাদেশের হয়ে তৃতীয় টেস্ট খেলা হাসান মাহমুদ ৪৩ রানে ৫টি, তৃতীয় টেস্ট খেলা নাহিদ রানা ৪৪ রানে ৪টি ও অভিজ্ঞ তাসকিন আহমেদ ৪০ রানে একটি উইকেট নেন। সব মিলে ৩১.৪ ওভার বোলিং করে ১২৭ রান খরচ করে ১০ উইকেট নেন এই তিনজন।

 

এর আগে টেস্টের এক ইনিংসে বাংলাদেশের পেসারদের সর্বোচ্চ ৯ উইকেট নেয়ার কীর্তি আছে মোট চারবার। ২০০১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে, একই বছর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০০৫ সালে কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে ও ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৯ উইকেট শিকার করেন বাংলাদেশের পেসাররা।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন