বিশ্বব্যাপী রেশমের বাজার বৃদ্ধির পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাপী রেশমের বাজার বার্ষিক ৮ দশমিক ৩০ শতাংশ চক্রবৃদ্ধি হারে বাড়বে ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী রেশমের বাজার আগামী বছরগুলোয় বাড়তে পারে। ২০২২ সালে বিশ্বে রেশমের বাজারের আকার ছিল ৪৩ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলার। ২০৩০ সালের মধ্যে তা ৭৭ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলারে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্ববাজার গবেষণা সংস্থা ডাটা ব্রিজ মার্কেট রিসার্চ।

প্রতিবেদনে গবেষণা সংস্থাটি আরো জানায়, বিশ্বব্যাপী রেশমের বাজার ২০২৩-৩০ সালের মধ্যে বার্ষিক ৮ দশমিক ৩০ শতাংশ চক্রবৃদ্ধি হারে বাড়বে।

রেশম এক ধরনের প্রাকৃতিক প্রোটিন তন্তু, যার কয়েকটি ধরন বস্ত্র শিল্প বয়নের কাজে ব্যবহার করা হয়। রেশমের সর্বাধিক পরিচিত ধরন বম্বিকস মোরি নামের রেশম পোকার লার্ভার গুটি থেকে সংগ্রহ করা হয়। রেশম পোকার গুটি থেকে এক ধরনের সুতা পাওয়া যায়। বিশেষ ব্যবস্থায় রেশম পোকা চাষের মাধ্যমে বাণিজ্যিকভাবে এ সুতা প্রস্তুত করা হয়। রেশম পোকার গুটি চাষের পদ্ধতিকে সেরিকালচার বলা হয়। টেক্সটাইল, লাইটওয়েট ফেব্রিক, লাক্সারি ও মজবুত বৈশিষ্ট্যের কারণে তন্তুটি বেশ জনপ্রিয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন