বিশ্বব্যাপী রেশমের বাজার বৃদ্ধির পূর্বাভাস

প্রকাশ: জুলাই ০৪, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাপী রেশমের বাজার আগামী বছরগুলোয় বাড়তে পারে। ২০২২ সালে বিশ্বে রেশমের বাজারের আকার ছিল ৪৩ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলার। ২০৩০ সালের মধ্যে তা ৭৭ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলারে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্ববাজার গবেষণা সংস্থা ডাটা ব্রিজ মার্কেট রিসার্চ।

প্রতিবেদনে গবেষণা সংস্থাটি আরো জানায়, বিশ্বব্যাপী রেশমের বাজার ২০২৩-৩০ সালের মধ্যে বার্ষিক ৮ দশমিক ৩০ শতাংশ চক্রবৃদ্ধি হারে বাড়বে।

রেশম এক ধরনের প্রাকৃতিক প্রোটিন তন্তু, যার কয়েকটি ধরন বস্ত্র শিল্প বয়নের কাজে ব্যবহার করা হয়। রেশমের সর্বাধিক পরিচিত ধরন বম্বিকস মোরি নামের রেশম পোকার লার্ভার গুটি থেকে সংগ্রহ করা হয়। রেশম পোকার গুটি থেকে এক ধরনের সুতা পাওয়া যায়। বিশেষ ব্যবস্থায় রেশম পোকা চাষের মাধ্যমে বাণিজ্যিকভাবে এ সুতা প্রস্তুত করা হয়। রেশম পোকার গুটি চাষের পদ্ধতিকে সেরিকালচার বলা হয়। টেক্সটাইল, লাইটওয়েট ফেব্রিক, লাক্সারি ও মজবুত বৈশিষ্ট্যের কারণে তন্তুটি বেশ জনপ্রিয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫