শপথ নিলেন নরেন্দ্র মোদি

বণিক বার্তা অনলাইন

রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: এপি

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। খবর আনন্দবাজার।

রোববার (৯ জুন) রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। এ সময় দর্শক সারি থেকে ‘মোদি মোদি’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তোলা হয়।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক বিশ্বনেতা যোগ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন