হামাগুড়ি দিয়ে ভোটকেন্দ্রে শ্যামলী

বণিক বার্তা প্রতিনিধি, বরগুনা

ছবি : বণিক বার্তা

ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত হওয়া বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রোদে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতেও হামাগুড়ি দিয়ে মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন প্রতিবন্ধী শ্যামলী (৩২)। শত বাধা পেরিয়ে রোববার সকালে তিনি এসেছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে। তিনি বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের দেব-রঞ্জন গরামীর মেয়ে।

কান্না চোখে শ্যামলীর মা অঞ্জলি রানী বলেন, ‘আমার চার মেয়ে। তিন মেয়ে মারা গেছে। এক মেয়ে বেঁচে আছে, তাও প্রতিবন্ধী।’

শ্যামলী বলেন, ‘মায়ের সঙ্গে ভোট দিতে এসেছি, ভোট মানে আমার কাছে একটা দায়িত্ব। আমার মতে সব নাগরিকের উচিত ভোট উৎসবে অংশ নিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা।’

স্থানীয় সবুজ বলেন, শ্যামলী আমার প্রতিবেশী। নিজের দায়িত্বের প্রতি সচেষ্ট প্রতিটি ভোটেই হামাগুড়ি দিয়ে কেন্দ্রে এসে ভোট দেন তিনি। 

মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার। দুই ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৬১৪। তিনি আরো বলেন, ‘এখন একটু ভোটার কম আসছে। দুপুরের পারে হয়তো আরো বাড়বে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন