রেমালের তাণ্ডবে পটুয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি

বাসস

ছবি: বাসস

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জেলার নদ-নদীর পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কলাপাড়া ও রাঙ্গাবালীর বেশ কিছু বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এছাড়া বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে অসংখ্য জায়গায় গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

জেলার কুয়াকাটায় এখনো ঝড়ো হওয়া বইছে। সেই সঙ্গে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ রয়েছে। তীড়ে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন