ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত

বণিক বার্তা অনলাইন

ছবি: বাসস

নোয়াখালীতে মধ্যরাত থেকে ঘুর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে দমকা হাওয়ার মধ্য দিয়ে। রাতে জোয়ারের পানিতে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ, চরঘাসিয়া, ঢলচরসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খবর বাসস।

কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস চাকমা জানান, প্লাবিত হওয়া এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। পুনরায় জোয়ার এলে আবারও প্লাবিত হতে পারে। কিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে।

এ প্রতিবেদন তৈরি পর্যন্ত দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। পুরো জেলায় দমকা হাওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে।









এই বিভাগের আরও খবর

আরও পড়ুন