লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকের নির্মাণকাজ করতে গিয়ে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক শ্রমিক। গতকাল বিকালে রায়পুর পৌর শহরের মীরগঞ্জ সড়কের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।

মৃত কাদের হোসেন (২১) উপজেলার দেনায়েতপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং রবিন হোসেন (২৮) একই এলাকার জাকির হোসেনের ছেলে। আহত শ্রমিক সাকিব হোসেনকে (২৩) লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন একটি ভবনে সেপটিক ট্যাংকে কাজ করছিলেন তিন শ্রমিক। কাদের হোসেন ও রবিন হোসেন সেপটিক ট্যাংকে নামলে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। 

রায়পুর থানার ওসি (তদন্ত) আরেফিন সিদ্দিকি জানান, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন