বিএসইসি-সিএসইর উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

ছবি : বিজ্ঞপ্তি থেকে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) উদ্যোগে গতকাল সিএসইর প্রধান কার্যালয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে এক্সচেঞ্জটির সংশ্লিষ্ট সব স্টক ব্রোকার ও স্টক ডিলার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ ও বিশেষ অতিথি ছিলেন বিএসইসির এক্সিকিউটিভ ‍ডিরেক্টর (ইডি) মোহাম্মাদ জাহাঙ্গীর আলম। কর্মশালায় উপস্থিত ছিলেন এডিশনাল ডিরেক্টর মোহাম্মাদ সিদ্দিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথুন চন্দ্র নাথ ও সিএসইর ম্যানেজিং ডিরেক্টর এম সাইফুর রাহমান মজুমদার, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়া সিএসইর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরাও উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন