শীর্ষ পাঁচ কোম্পানির বাজার মূলধন কমেছে প্রায় ৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনের দিক থেকে শীর্ষে থাকা প্রায় সব কোম্পানির বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে কমেছে। এ সময় পাঁচ কোম্পানির বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে কমেছে ৪ হাজার ৯৮১ কোটি টাকা। কোম্পানিগুলো হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), ওয়ালটন হাই-টেক পার্ক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, রবি আজিয়াটা ও রেনাটা পিএলসি। একই সময়ে আরো চার কোম্পানির বাজার মূলধন কমেছে। কেবল একটি কোম্পানির বাজার মূলধন অপরিবর্তিত রয়েছে। 

গত সপ্তাহে সবচেয়ে বেশি বাজার মূলধন কমেছে বিএটিবিসির। এসময় কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫৫ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৯ হাজার ২ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির মূলধন কমেছে ১ হাজার ৪৪৭ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ালটন। আলোচ্য সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ১ হাজার ২৯৪ কোটি টাকা। গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৬ হাজার ২৭৯ কোটি টাকা, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৭ হাজার ৫৭৩ কোটি টাকা। গত সপ্তাহে বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের বাজার মূলধন দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৮ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩১ হাজার ৩৬৭ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৯৯৯ কোটি টাকা। আলোচ্য সপ্তাহে রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে ৬৮১ কোটি টাকা। গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ১১ হাজার ৫২৩ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ১২ হাজার ২০৪ কোটি টাকা।

সপ্তাহের ব্যবধানে ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসির বাজার মূলধন কমেছে ৫৬০ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৩ কোটি টাকা, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮ হাজার ২৩ কোটি টাকা।

এছাড়া লাফার্জহোলসিম বাংলাদেশের সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৫ কোটি টাকা, আগের সপ্তাহ শেষে যা ছিল ৭ হাজার ২৪৭ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৪৪২ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন কমেছে ১৭৭ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ হাজার ২৪৩ কোটি টাকা। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন কমেছে ১৩৩ কোটি টাকা। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯৩ কোটি টাকা। বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আলোচ্য সপ্তাহে বাজার মূলধন কমেছে ১১০ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ হাজার ২৮১ কোটি টাকায়। আলোচ্য সপ্তাহে কেবল বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন অপরিবর্তিত ছিল। কোম্পানিটির বাজার মূলধন ১০ হাজার ৩৫৭ কোটি টাকায় স্থির রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন