তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ছবি: যুক্তরাষ্ট্র ক্রিকেট

টেক্সাসের গ্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশ আজ হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে।

 

শরিফুল ইসলাম ও জাকের আলী আজ একাদশ থেকে আজ ছিটকে পড়েছেন। তাদের জায়গায় এসেছেন লিটন দাস ও হাসান মাহমুদ।

 

স্বাগতিকরা প্রথম কোনো আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জিতেছে। আজ সফরকারী দলকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে খেলতে নেমেছে তারা।

 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

 

যুক্তরাষ্ট্র একাদশ: আন্দ্রিয়েস গউস, অ্যারন জোনস (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, নসতুস কেনজিগে, মিলিন্দ কুমার, নিসরাগ প্যাটেল, জাসদীপ সিং, শ্যাডলি ফন শ্যালকোয়েব ও সৌরভ নেত্রভালকার।

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন