১ ঘণ্টা ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে ১ ঘণ্টা ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। শনিবার (২৫ মে) সন্ধ্যা সাতটা থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশন থেকে ঘোষণা দিয়ে তাড়া থাকলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়। তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বণিক বার্তাকে জানান, ‘সাড়ে সাতটা থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

তিনি বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে সন্ধ্যা সাতটার দিকে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। ১০-১৫ মিনিট পর আবার সব স্বাভাবিক হয়ে এসেছে।’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন