জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের

কোনো দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা নেই সরকারের

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা নেই সরকারের, এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, যারা অপরাধে জড়িত তাদের পরিচয় দুর্বৃত্ত।

আজ শনিবার (২৫ মে) সকালে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবির সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানো এজেন্ডা আমাদের নেই। যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন, তারা দুর্বৃত্ত। এদের শায়েস্তা করতে হবে জাতীয় স্বার্থেই।’

অসাম্প্রদায়িক বাংলা গড়লে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন সার্থক হবে বলেও তিনি মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধেই বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু সেই বিজয়কে সংহত করার এখনো অনেক কাজ বাকি। সংহত করার পথে অন্তরায় হয়ে বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর। আজকের দিনে আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেটিই হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন