স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩ পেল আইবিসিএমএল

ছবি : বিজ্ঞপ্তি থেকে

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল) দেশের পুঁজিবাজারে অবদানের স্বীকৃতিস্বরূপ মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে স্বাধীনতা সূবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩ লাভ করেছে। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিএসইসি আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির কাছ থেকে আইবিসিএমএলের চিফ কো-অর্ডিনেটর ও ইসলামী ব্যাংকের এএমডি জেকিউএম হাবিবুল্লাহ এ পুরস্কার গ্রহণ করেন। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং ড. রুমানা ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন