লেনদেন কমেছে ২০%

আড়াই শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স গত সপ্তাহে দশমিক শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৩৬ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচক লেনদেন কমেছে। স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক প্রতিবেদনে তথ্য জানা গেছে।

পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৪৪ পয়েন্ট বা দশমিক শতাংশ কমে হাজার ৫১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল হাজার ৬৬১ পয়েন্টে। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে শতাংশ কমে হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল হাজার ১৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক শতাংশ কমে হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল হাজার ২৪৩ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া মোট ৪১২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ২৯০টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দর। এছাড়া লেনদেন হয়নি ২০টির। ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ৭৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে ছিল ৯৬০ কোটি টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন কমেছে ২০ দশমিক ৪৩ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট হাজার ৮২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল হাজার ৮০৩ কোটি টাকা।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। দশমিক শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য আনুষঙ্গিক খাত। প্রকৌশল খাতের দখলে ছিল দশমিক শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষে ছিল জীবন বীমা, জ্বালানি আর্থিক প্রতিষ্ঠান খাত। তিন খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে দশমিক , দশমিক দশমিক শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল পাট, কাগজ ভ্রমণ খাত। খাত তিনটিতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে দশমিক , দশমিক শতাংশ।

অন্যদিকে গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৩৯ শতাংশ কমে ১৬ হাজার ২৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৬ হাজার ২৩২ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৩৭ শতাংশ কমে হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ছিল হাজার ৭৭২ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে মোট ২১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি টাকা। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৬টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন