ঢাকায় নাকবা দিবস পালন

সংগৃহীত

ঢাকায় নাকবা দিবস পালন করেছে বাংলাদেশী কবি, সাহিত্যিকরা। গতকাল বুধবার রাজধানীর দৃকপাঠ ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো আগ্রাসন বা যুদ্ধ মানুষের স্বাধীনতাকে যেমন বিনষ্ট করে, তেমন ঘরবাড়ি থেকেও বাস্তুচ্যুত করে। এটি মানুষের জীবনকে বিপন্ন করে সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ফলে মানবতার সবচেয়ে বড় বিপর্যয় ঘটে।

সাহিত্য প্ল্যাটফর্ম বঙ্গীয় সাহিত্য সভার আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংস্কৃতিক কর্মী, কাজল শাহনেওয়াজ, শায়ান, সাজ্জাদ শরীফ, শাখাওয়াত টিপু, জহির হাসান, শাহেদ কায়েস, সৈকত আমিন, মৃদুল মাহবুব, বায়েজিদ বোস্তামী, রাফসান গালিব, ফেরদৌস আরা রুমি, আলতাফ শাহ্, আলতাফ শাহ্, প্রমুখ। লেখক মাহবুব মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন এমরান মাহফুজ, অরূপ রাহী, রুমানা রুমি, শৈবাল নূর, একতিজা আহসান প্রমুখ।

প্রসঙ্গত, গতকাল ১৫ মে ছিল নাকবা বা মহাবিপর্যয় দিবস। বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা এদিনকে নাকবা দিবস পালন করেন। ৭৬ বছর আগে ফিলিস্তিনেদের ওপর নেমে আসা মহাবিপর্যয় ও তাদের ঘর হারানোর দিন ছিল ১৫ মে। সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। সেই নির্যাতন-দখলদারত্ব আজও তাড়া করছে তাদের।- বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন