সাড়ে ৫০০ কোটি টাকার দেনা শোধ করেছি —চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক I চট্টগ্রাম ব্যুরো

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘‌চসিককে প্রকৃত জনসেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করার জন্য দায়-দেনামুক্ত করার চেষ্টা করছি। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর কৃচ্ছ্র সাধন, অপচয় হ্রাসসহ বিভিন্ন কৌশল নিয়ে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার দেনা থেকে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকার দেনা শোধ করেছি। বর্তমান দেনার পরিমাণ প্রায় ৪৪০ কোটি টাকা। বাকি দেনা শোধ করে চসিককে জনসেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে বিভিন্ন আর্থিক পদক্ষেপ নেয়া হয়েছে।’ গতকাল টাইগারপাসের চসিক কার্যালয়ে প্রাক-বাজেট (২০২৪-২৫) আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মেয়র আরো বলেন, ‘‌শিক্ষা-স্বাস্থ্যসহ চসিকের যে ব্যাপক কার্যক্রম তা কেবল হোল্ডিং ট্যাক্সসহ অল্প কিছু খাতের আয় দিয়ে সম্পন্ন করা সম্ভব নয়। এজন্য বন্দরসহ বিভিন্ন খাত থেকে আয়ের ব্যবস্থা করতে হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশুপার্ক ও খেলার মাঠ করে দেয়া হবে। চট্টগ্রাম একটি পর্যটন নগরী হলেও আমরা অহংকার করতে পারি না। প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে অনেক কাজ করেছেন। কিন্তু আমরা সম্মিলিতভাবে চট্টগ্রামকে সাজাতে পারিনি। চট্টগ্রামের উন্নয়নে বন্দর ও কাস্টম থেকে সিটি ডেভেলপমেন্ট চার্জ আদায়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন