বিআরটিএর মোটরযান পরিদর্শকের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

বান্দরবান বিআরটিএর সহকারী মোটরযান পরিদর্শক আরিফুল ইসলামের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ মে) দুদকের সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারে উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ মামলাটি দায়ের করেন।

এজাহারে অভিযোগ আনা হয়, আরিফুল ইসলাম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। তিনি এসব সম্পদ স্থানান্তর/হস্তান্তর/রূপান্তর করে ভোগ দখলে রেখে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তিনি কক্সবাজার বিআরটিএর সাবেক সহকারী মোটরযান পরিদর্শক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন