বসুন্ধরা আবাসিক এলাকায় স্কুলের সামনে মিস ফায়ার

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার সামনে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে। বুধবার (৮ মে) দুপুরে এক শিক্ষার্থীর সঙ্গে আসা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর শটগান থেকে মিস ফায়ার হয় বলে পুলিশ জানিয়েছে। বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (বাড্ডা জোন) রাজন কুমার সাহা বণিক বার্তাকে বলেন, আমরা যত দূর জানতে পেরেছি, নিরাপত্তারক্ষীর কাছে থাকা শটগান থেকে একটি মিস ফায়ার হয়েছে। গুলি তাদের নিজেদের গাড়িতে লেগে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। অস্ত্রটি নিরাপত্তারক্ষীর কাছে থাকলেও কার নামে নিবন্ধিত, সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

এদিকে গুলির ঘটনার পর স্কুলের অভিভাবকরা কিছু সময় বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের সঙ্গে আসা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কাছে অস্ত্র রাখার যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তোলেন। এ ঘটনায় পথচারী, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, হাসপাতালে আসা রোগী ও আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন