মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

দেশের পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। 

এদিকে আজ সারা দেশে দিনের তাপমাত্রা আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছুটা বাড়তে পারে আগামীকালও। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে ঢাকায় এটাই সর্বোচ্চ তাপমাত্রা। দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯৭২ সালের ১৮ মে, ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে সেটাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। এর বেশি হলে সেটাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। সেই হিসাবে গতকাল চুয়াডাঙ্গার বাইরে অতি তীব্র তাপপ্রবাহ ছিল যশোর (৪২ দশমিক ৮), রাজশাহী (৪২ দশমিক ৬) ও পাবনায় (৪২ দশমিক ৫)।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন