বান্দরবানে সেতুর সংযোগ সড়কে নলকূপ স্থাপনের অভিযোগ

বণিক বার্তা প্রতিনিধি I বান্দরবান

ছবি : বণিক বার্তা

বান্দরবানে সাঙ্গু সেতুর সংযোগ সড়ক খুঁড়ে গভীর নলকূপ স্থাপনের অভিযোগ উঠেছে। এর আগেও নলকূপ স্থাপনের কাজ করা হয়। তবে বিষয়টি জানার পর কাজ বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

স্থানীয়রা জানায়, এক সপ্তাহ আগে সেতুর সংযোগ সড়ক ঘুরে গভীর নলকূপ স্থাপনের কজ শুরু করে হোটেল বিলকিসের মালিক। বিষয়টি জানার পর কাজ বন্ধ করে দেয় সওজ। কিন্তু গতকাল সকাল থেকে আবারো কাজ শুরু হয়।

নুরুল আফসার নামে এক শ্রমিক বলেন, ‘এক সপ্তাহ আগে দুদিন কাজ করে ১০০ ফুট পর্যন্ত খনন করা হয়। সওজ বাধা দিলে চারদিন কাজ বন্ধ ছিল। হোটেল মালিক অ্যাডভোকেট একরাম উদ্দিনের নির্দেশে সকাল থেকে কাজ শুরু করেছি।’

তবে একরাম উদ্দিন বলেন, ‘নলকূপটির মালিক পৌরসভার মেয়র। জায়গাটি সওজের। তাদের কাছে আবেদন করে নলকূপটি স্থাপন করা হচ্ছে।’

তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে পৌর এলাকায় গভীর নলকূপ স্থাপনের কোনো কাজ চলমান নেই বলে জানিয়েছেন দপ্তরটির প্রাক্কলনিক মো. জুলহাস মিয়া।

এ বিষয়ে পৌরসভার মেয়র মো. শামসুল ইসলাম বলেন, ‘এ কাজে আমার নাম ভাঙানো হচ্ছে। বিষয়টি সওজকে তদন্ত করে বাস্তবতা জানাতে অনুরোধ করেছি। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সড়ক খোঁড়া অপরাধ।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন