১২৩টি বিনিয়োগ সেবা প্রদান করছে বিডা ওএসএস —বিডার নির্বাহী চেয়ারম্যান

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

ছবি : বিডা

বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ১২৩টি বিনিয়োগ সেবা দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া। গতকাল বরিশালে অনুষ্ঠিত বিনিয়োগ উন্নয়ন ও বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম অবহিতকরণ কর্মশালায় তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান উপাদান স্মার্ট বিনিয়োগ ব্যবস্থা। আর আমরা সেই লক্ষ্যেই কাজ করে চলছি। যেখানে এক বছর আগেও বিডা ওএসএস মাধ্যমে মাত্র ৩২টি বিনিয়োগ সেবা প্রদান করা হতো, আজ সেখানে আমরা ১২৩ বিনিয়োগ সেবা প্রদান করছি। আশা করি আগামী কয়েক মাসের মধ্য আমরা ১৫০-এর অধিক বিনিয়োগ সেবা বিডা ওএসএসের মাধ্যমে প্রদান করতে পারব।’ 

এ সময় তিনি আরো বলেন, ‘কথায় আছে ধান-নদী-খাল এই তিন নিয়ে সমৃদ্ধ বরিশাল। কিন্তু এখন উন্নয়নের অন্যতম উপাদান হলো বিনিয়োগভিত্তিক শিল্প উন্নয়ন। পদ্মা সেতু চালুর ফলে এখন সারা দেশের সঙ্গে বরিশালের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। আগে যেখানে বরিশাল থেকে ঢাকা যেতে ১২ ঘণ্টার বেশি সময় লাগত, এখন সেখানে মাত্র আড়াই ঘণ্টা সময় লাগে। আর পায়রা সমুদ্রবন্দর হলে বহির্বিশ্বের সঙ্গে বরিশালের যোগাযোগ বহুলাংশে বৃদ্ধি পাবে। ফলে শুধু শিল্প উন্নয়নই নয়, পর্যটন শিল্পেও অফুরন্ত বিনিয়োগের দুয়ার খুলে যাবে। বরিশাল অঞ্চলে বিনিয়োগের এখনই সেরা সময়।’

কর্মশালায় গেস্ট অব অনারের বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, ‘গত ১৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু, পায়রা সমুদ্রবন্দর নির্মাণসহ যোগাযোগ অবকাঠামোগত খাতে উন্নয়নের ফলে বরিশালকে এগিয়ে নেয়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, এখন আমাদের উচিত সম্মিলিতভাবে তা কাজে লাগানো। এখানে শিল্প-কারখানা গড়তে হবে, আমাদের মেধার বিকাশ ঘটাতে হবে। আমরা যদি পারস্পরিক আস্থা রেখে আমাদের নৌ ও সমুদ্র বন্দরভিত্তিক বিনিয়োগ করতে পারি, তাহলেই আমরা এগিয়ে যাব।’ এ সময় তিনি বরিশাল অঞ্চলের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য ও সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, ‘আমরা এখানে এসেছি বিডার ওএসএস সেবাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা যদি বিনিয়োগ সেবাগুলো বিডার মাধ্যমে গ্রহণ করেন, তাহলে আপনাদের সময় ও ব্যয় দুটোই কমবে। এ সেবা প্রাপ্তির জন্য আপনাদের অন্য কোনো অফিসে যাওয়ার দরকার নেই।’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন