পিপিপিএর অধীনে এক যুগে ৮০ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) অধীনে ৮০ টি প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ হাজার ২৩৬ কোটি ডলার। বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘পিপিপি ক্যাপাসিটি বিল্ডিং’ শিরোনামে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন পিপিপিএর মহাপরিচালক মো. আবুল বাশার।

কর্মশালায় আবুল বাশার বলেন, ‘‌পিপিপির সুবিধা হলো এটি ভ্যালু ফর মানি (অর্থের মূল্য)। প্রতিটি পিপিপির সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে আমরা কমপক্ষে তিন থেকে চারটি বিকল্প বিশ্লেষণ করি।’

সরকারের জন্য সবচেয়ে সুবিধাজনক বিকল্পটিই এ সংস্থাটি গ্রহণ করে বলেও তিনি জানান।  

বুধবারের কর্মশালায় আরো প্রশিক্ষণ দেন বিশ্বব্যাংকের সিনিয়র ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স বিশেষজ্ঞ মার্ক গিবলেট ও কেপিএমজির সিঙ্গাপুর কেন্দ্রিক ইনফ্রাস্টাকচার অ্যাডভাইজর ডেভিড এনজি।

দেশী বিদেশী বিনিয়োগকারীদের নিয়ে এসে বড় বড় অবকাঠামো নির্মাণের জন্য দেশে ২০০৯ সালে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি মডেল চালু হয়। এরপর ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি অর্থাৎ পিপিপিএ। 

সংস্থাটির অধীনে ২০১২ সালে সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর পর গত এক যুগে এ পদ্ধতিতে সর্বমোট ৮০টি প্রকল্প অনুমোদিত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন