কাঁচা পাট ও পাট পণ্য রফতানি করে বাংলাদেশ ১২০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। গতকাল বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) প্রধান কার্যালয়ে ‘জেআরআই এবং জেনোম গবেষণা কেন্দ্রের সাফল্য ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিপণ্য হিসেবে পাট বিশ্বে ২৮২ ধরনের পণ্য রফতানি করে থাকে। কাঁচা পাট ও পাট পণ্য রফতানি করে বাংলাদেশের ৩-৪ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন হয়, যার মূল্যমান ১ দশমিক ২০ বিলিয়ন ডলার। দেশের জিডিপিতে পাট খাতের অবদান ১ দশমিক ৪ শতাংশ এবং কৃষি জিডিপিতে পাটের অবদান ২৬ দশমিক ২৬ শতাংশ।’
২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৪৫ লাখ হেক্টর জমিতে ১৫ দশমিক শূন্য ২ লাখ টন পাট উৎপন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বে আঁশ উৎপাদনে তুলার পরই দ্বিতীয় গুরুত্বপূর্ণ আঁশ হিসেবে পাটের অবস্থান। পাটের হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী পাট ও পাট পণ্যকে বর্ষপণ্য ২০২৩ হিসেবে ঘোষণা করেছেন।’
প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বদ্ধপরিকর বলে সেমিনারে জানান বিজেআরআইয়ের মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল। সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা অনুবিভাগ) রেহানা ইয়াসমিন, বিজেআরআইয়ের কারিগরি উইংয়ের পরিচালক প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন, জুট টেক্সটাইল উইংয়ের পরিচালক ড. ফেরদৌস আরা দিলরুবা প্রমুখ।