এনভিডিয়ায় ঝুঁকছে নন-টেক কোম্পানি

প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ বৃদ্ধির শঙ্কা

বণিক বার্তা ডেস্ক

চীনের জন্য বর্তমানে এনভিডিয়া এ৮০০ ও এইচ৮০০ চিপ তৈরি করছে ছবি: এনগ্যাজেট

ওয়াশিংটন বেইজিংয়ের মধ্যে প্রযুক্তি খাতে বাণিজ্য বিরোধ চলছে। এর মধ্যে চীনের অধিকাংশ নন-টেক (প্রযুক্তি খাতবহির্ভূত) কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নে এনভিডিয়ার কাছ থেকে গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) সংগ্রহে কাজ করছে। এতে দুই দেশের মধ্যে চলমান বিরোধ আরো বাড়বে বলে অাশঙ্কা করছেন প্রযুক্তিবিদ সংশ্লিষ্টরা। খবর গিজমোচায়না।

শেনজেনের তালিকাভুক্ত ডিজাইন কোম্পানি এলঅ্যান্ডএ উল্লেখযোগ্য একটি বিনিয়োগ প্রকল্পের বিষয়ে জানিয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন জিপিইউসহ এনভিডিয়ার ১২৮টি ইউনিট ক্রয়ে কোম্পানিটি ভর্তুকির মাধ্যমে ৪৩ কোটি ৫০ লাখ ইউয়ান ( কোটি লাখ ডলার) ব্যয় করবে। বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি এআই সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র-চীন বিরোধের কারণে উদ্ভূত সমস্যা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছে। শেনজেন রুনঝিন সাপ্লাই চেইনের সহায়তায় দুই ধাপে অধিগ্রহণ সম্পন্ন হবে বলে জানা গেছে। প্রথম ধাপে বছর ৬৪টি সার্ভার এবং ২০২৪-এর শেষে বাকিগুলো কেনা হবে।

বিনিয়োগের ঘোষণা দেয়ার পর এলঅ্যান্ডএর শেয়ার মূল্য বেড়েছে। যার মাধ্যমে কৌশলগত সিদ্ধান্তের প্রতি বিনিয়োগকারীদের আস্থার বিষয়টি প্রকাশ পায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চিপে পরিবর্তন এনেছে এনভিডিয়া। চীনের জন্য বর্তমানে কোম্পানিটি এ৮০০ এইচ৮০০ ভ্যারিয়েন্ট তৈরি করছে। তবে অক্টোবরে আরোপিত নতুন নিষেধাজ্ঞার কারণে চীনে দুটি চিপের বিক্রিতেও বাধা তৈরি হয়। যে কারণে এলঅ্যান্ডএ ডিজাইনের মতো কোম্পানিগুলো এআইয়ের উন্নয়নে বিকল্প উৎসের সন্ধান করতে বাধ্য হয়।

ফ্লেভার তৈরিকারী কোম্পানি লোটাস হেলথের পথই অনুসরণ করেছে এলঅ্যান্ডএ। এর আগে চীনের এইচথ্রিসির কাছ থেকে এনভিডিয়ার এইচ৮০০ জিপিইউ নির্ভর সার্ভার ক্রয়ে চুক্তির কথা জানিয়েছিল লোটাস হেলথ। সার্ভার ক্রয়ের এসব উদ্যোগ প্রযুক্তি খাতের বাইরে দুই দেশের বিরোধের প্রভাবকে চিহ্নিত করে।

আরোপিত বিধিনিষেধের পরিধি বাড়ায় চীনের বাজারে কম শক্তিশালী এআই চিপও বিক্রি করতে পারছে না এনভিডিয়া। যার পরিপ্রেক্ষিতে চতুর্থ প্রান্তিকে কোম্পানিটি বড় ধরনের লোকসানে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চীনে এআই চিপের বাজার ৭০০ কোটি ডলারের বেশি। যার ৯০ শতাংশই এনভিডিয়ার দখলে ছিল। বর্তমানে সেখানকার উদীয়মান চিপ ডিজাইনার থেকে শুরু করে অন্যান্য কোম্পানির সঙ্গে এনভিডিয়ার প্রতিযোগিতা বাড়ছে।

এনভিডিয়ার সমস্যার পরিপ্রেক্ষিতে হুয়াওয়ে, টেনসেন্টসহ চীনের শীর্ষ চিপ ডিজাইনার কোম্পানিগুলো বর্তমানে এআই চিপের বাজারে প্রবেশ করছে। হুয়াওয়ের অ্যাসসেন্ড ৯১০বি টেনসেন্টের জিজিয়াও এআই চিপ এরই মধ্যে এনভিডিয়ার বিকল্প হিসেবে জায়গা তৈরি করে নিয়েছে। এছাড়া টেনসেন্ট প্রতিনিয়ত আকর্ষণীয় অফার প্রচারণার মাধ্যমে এনভিডিয়ার ক্রেতাদের আকৃষ্টের চেষ্টা চালাচ্ছে।

উৎপাদন সক্ষমতায় সীমাবদ্ধতার কারণে কম ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনা থাকলেও বর্তমান পরিস্থিতিকে সুযোগ হিসেবেই দেখছে চীনের চিপ ডিজাইনাররা। মার্কিন রফতানি নিষেধাজ্ঞা অসাবধানতাবশত চীনের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করছে। এছাড়া চীনের প্রযুক্তি জায়ান্টরা মার্কিন চিপের ওপর নির্ভরশীল না হয়ে এআই ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে।

এনভিডিয়ার জিপিইউ ক্রয়ে নন-টেক চীনা কোম্পানিগুলোর উদ্যোগ প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন