বাজেট ২০২৩-২৪ প্রতিক্রিয়া

সাধারণ মানুষকে স্বস্তি দেয়, এমন পদক্ষেপ নেই —মোস্তাফিজুর রহমান

আগামী অর্থবছরে প্রধান চিন্তা মূল্যস্ফীতি হ্রাস করে সাধারণ মানুষকে স্বস্তি দেয়া। আমার মনে হয় সেই দিক থেকে খুব বেশি পদক্ষেপ দেখলাম না। রাজস্ব আরো মোবিলাইজ করে ব্যয় করা এবং সাধারণ মানুষকে স্বস্তি দেয়া। এক্ষেত্রে যে ধরনের লক্ষ্য দেয়া হয়েছে এবং চলমান অর্থবছরে প্রকৃত যে রাজস্ব সংগ্রহ হবে, তার থেকে লক্ষ্য ৩৫-৪০ শতাংশ বেশি। হিসাবগুলো করা হয়েছে অনুমিতির ওপর ভিত্তি করে। সেটা ধরেও দেখা গেল সামাজিক সুরক্ষা, পেনশন বাদ দিয়েও দেখলাম, পেনশনসহও দেখলাম, জিডিপি এবং বাজেটের অংশ হিসেবে কমেছে। সামগ্রিকভাবে বর্তমানে সামষ্টিক অর্থনীতি যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে অগ্রসর হচ্ছে, সেটার প্রেক্ষাপটে রাজস্ব কাঠামো, অনুমিতি, এগুলো খুব সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে না। সর্বোচ্চ কর যেটা ৩০-২৫-এ নেমেছিল, সেটা ২৫-এই রেখে দেয়া হয়েছে। তারপর অনেক ট্যাক্স বসানো হয়েছে সেগুলো হয়তো রাজস্ব বাড়াবে কিন্তু হয়তো ভোক্তার ওপরই চাপটা পড়বে। প্রত্যক্ষ করের ক্ষেত্রে আরো যেসব উদ্যম-উদ্যোগ দরকার, বাংলাদেশের ইকুইটি, ইনকাম কনসেনট্রেশনের ক্ষেত্রে, সে রকম কিছু দেখলাম না। এ বিষয়ে বিস্তারিত আরো বিশ্লেষণ করে বলা সম্ভব হবে।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান

সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন