অঙ্গদান বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বীকন ফার্মাসিউটিক্যালসের কর্মশালা

বণিক বার্তা অনলাইন

জীবিত ও মরণোত্তর অঙ্গদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ ‘নতুন জীবন’ নামে একটি কর্মশালা আয়োজন করেছে বীকন ফার্মাসিউটিক্যালস। আজ রোববার (২৮ মে) বীকন ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে সকল কমকরতা কর্মচারীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।  

কর্মশালায় প্রধান অতিথি ও মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশিদ । কর্মশালায় বক্তারা অঙ্গপ্রত্যঙ্গ দান করার প্রয়োজনীয়তা এবং অঙ্গদানের এর জন্য উপযুক্ত ব্যক্তি কে হতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন।

বক্তারা বলেন, জীবিত অবস্থায় রক্ত সম্পর্কিত নিকট আত্মীয় যেমন— মা-বাবা, ভাই-বোন , আপন মামা, চাচা, খালা, ফুফু, স্বামী- স্ত্রীকে কিডনি দান করতে পারবেন। এছাড়া চাচাতো ভাই ও বোন , মামাতো ভাই ও বোন, ফুফাতো ভাই ও বোন , খালাতো ভাই ও বোন এমনকি দাদা-দাদি , নানা -নানিকে অঙ্গ দান করতে পারবেন।

মৃত্যুর পর যে কোনো বাক্তি আত্মীয় অথবা অনাত্মীয় সবাই অঙ্গ দান করতে পারবেন। একটি মৃতদেহের অঙ্গ প্রতিস্থাপন করে নয়জন মানুষের জীবন বাঁচানো যেতে পারে । মৃতদেহের ২টি কিডনি ১ টি হৃদপিণ্ড, ১ টি লিভার ও ফুসফুসসহ মোট ৮টি অঙ্গ দান করা যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন