পূর্বঘোষণা অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এসিআই লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এসিআই ফাউন্ডেশন কোম্পানিটির মোট ১ লাখ ৩৫ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ১ লাখ ৪ হাজার ও মূল মার্কেটের মাধ্যমে ৩১ হাজার শেয়ার কিনেছেন এ উদ্যোক্তা পরিচালক। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৬ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৩১ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৬২ লাখ ৫ হাজার ৬২৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৪৬ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৪০ দশমিক ৪৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ২৪ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৬০ টাকা ২০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৬০ টাকা ২০ ও ৩১৩ টাকা ৯০ পয়সা।