ইইউর গম রফতানি ১৬ লাখ টনেরও বেশি বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

চলতি মৌসুমে এখন পর্যন্ত গম রফতানি হয়েছে ২ কোটি ২১ লাখ ৩০ হাজার টন ছবি: রয়টার্স

২০২২-২৩ বিপণন মৌসুমের সাড়ে আট মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গম রফতানি এর আগের মৌসুমের তুলনায় লক্ষণীয় মাত্রায় বেড়েছে। ইউরোপিয়ান কমিশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

গত বছরের জুলাইয়ে বিপণন মৌসুম শুরু হয়। এ বছরের জুনে শেষ হবে। মৌসুমের শুরু থেকে ১৯ মার্চ পর্যন্ত গম রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২১ লাখ ৩০ হাজার টন। ২০২১-২২ মৌসুমের একই সময় রফতানির পরিমাণ ছিল ২ কোটি ৫ লাখ ২০ হাজার টন। সে হিসাবে রফতানি বেড়েছে ১৬ লাখ ১০ হাজার টনের বেশি।

ইউরোপিয়ান কমিশন জানায়, গম রফতানি বাড়লেও কমেছে যব। চলতি মৌসুমের এখন পর্যন্ত ইইউভুক্ত দেশগুলো ৪৩ লাখ ৩০ হাজার টন যব রফতানি করেছে। গত মৌসুমের একই সময় রফতানির পরিমাণ ছিল ৬১ লাখ ৮০ হাজার।

এদিকে মৌসুমের এখন পর্যন্ত ব্লকটির ভুট্টা আমদানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। শস্যটি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টন। গত মৌসুমের একই সময় যা ছিল ১ কোটি ১৯ লাখ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন