ইইউর গম রফতানি ১৬ লাখ টনেরও বেশি বেড়েছে

প্রকাশ: মার্চ ২৩, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

২০২২-২৩ বিপণন মৌসুমের সাড়ে আট মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গম রফতানি এর আগের মৌসুমের তুলনায় লক্ষণীয় মাত্রায় বেড়েছে। ইউরোপিয়ান কমিশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

গত বছরের জুলাইয়ে বিপণন মৌসুম শুরু হয়। এ বছরের জুনে শেষ হবে। মৌসুমের শুরু থেকে ১৯ মার্চ পর্যন্ত গম রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২১ লাখ ৩০ হাজার টন। ২০২১-২২ মৌসুমের একই সময় রফতানির পরিমাণ ছিল ২ কোটি ৫ লাখ ২০ হাজার টন। সে হিসাবে রফতানি বেড়েছে ১৬ লাখ ১০ হাজার টনের বেশি।

ইউরোপিয়ান কমিশন জানায়, গম রফতানি বাড়লেও কমেছে যব। চলতি মৌসুমের এখন পর্যন্ত ইইউভুক্ত দেশগুলো ৪৩ লাখ ৩০ হাজার টন যব রফতানি করেছে। গত মৌসুমের একই সময় রফতানির পরিমাণ ছিল ৬১ লাখ ৮০ হাজার।

এদিকে মৌসুমের এখন পর্যন্ত ব্লকটির ভুট্টা আমদানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। শস্যটি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টন। গত মৌসুমের একই সময় যা ছিল ১ কোটি ১৯ লাখ টন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫